পুলিশ বলছে, ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত দুটি হাতবোমা, লোহার রড ও লাঠিসোঁটা উদ্ধার করা হয়।
Published : 03 Nov 2023, 08:40 PM
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় হাতবোমা, লাঠি ও লোহার রড উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। আসামি বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী।
গত বৃহস্পতিবার রাতে মামলাটি হয় বলে জানিয়েছেন আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম।
বাদী উপজেলার বাকাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলাম পাইক।
মাজহারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অবরোধের প্রতিবাদে বৃহস্পতিবার বিকালে বাকাল ইউনিয়নের পয়সারহাট পশ্চিমপাড় বন্দরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়।
সন্ধ্যায় সমাবেশ শেষে নেতাকর্মীরা উপজেলা সদরে ফেরার পথে পয়সারহাট সেতুর পূর্ব পাড়ে গেলে বিএনপির নেতাকর্মীরা মহাসড়কে গাছ ফেলে ও টায়ারে অগ্নিসংযোগ করেন।
ঘটনাস্থলে গেলে বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের নেতাকর্মীদের লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ করেন।
থানার পরিদর্শক জানান, ঘটনাস্থলে গিয়ে অবিস্ফোরিত দুটি হাতবোমা, লোহার রড ও লাঠিসোঁটা উদ্ধার করা হয়।
এ ঘটনায় যুবদল, ছাত্রদলের ২৪ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০/৬০ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা হয়েছে।
আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে পুলিশ জানিয়েছে।