ফরিদপুর-৩ আসনে স্বতন্ত্র এ কে আজাদের পাশাপাশি নৌকার শামীম হক প্রতিদ্বন্দ্বিতায় থাকলেন।
Published : 19 Dec 2023, 02:23 PM
আপিল বিভাগের চেম্বার আদালতে গিয়ে প্রার্থিতা ফিরে পেয়েছেন ফরিদপুর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী শামীম হক।
তার প্রার্থিতা বাতিল রেখে হাই কোর্ট যে আদেশ দিয়েছিল, আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম মঙ্গলবার তার স্থগিত করে দিয়েছেন।
ফলে ভোট করতে শামীম হকের আর বাধা থাকল না বলে তার আইনজীবীরা জানিয়েছেন।
রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ে ফরিদপুর-৩ আসনে নৌকার প্রার্থী শামীমের প্রার্থিতা বৈধ ঘোষণা হয়েছিল। কিন্তু ওই আসনের স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ তার প্রার্থিতা বাতিল চেয়ে নির্বাচন কমিশনে আপিল করেন। তার অভিযোগ ছিল, শামীম নেদারল্যান্ডসের নাগরিক।
অন্যদিকে এ কে আজাদের প্রার্থিতা বাতিল চেয়ে শামীমও পাল্টা অভিযোগ করেন ইসিতে। তার দাবি, আজাদ যুক্তরাষ্ট্রের নাগরিক।
গত ১৫ ডিসেম্বর নির্বাচন কমিশনের শুনানিতে আজাদের প্রার্থিতা টিকে গেলেও শামীমের মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। এরপর তিনি হাই কোর্টে আসেন।
কিন্তু সোমবার শামীম হকের রিট আবেদন খারিজ করে বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাই কোর্ট বেঞ্চ নির্বাচন কমিশনের দেওয়া সিদ্ধান্ত বহাল রাখে।
এরপর প্রার্থিতা ফিরে পেতে আপিল বিভাগে আবেদন করেন ক্ষমতাসীন দলের এই প্রার্থী। চেম্বার আদালত তার পক্ষেই সিদ্ধান্ত দিল।
চেম্বার আদালতের এই আদেশের ফলে ফরিদপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এ কে আজাদের পাশাপাশি নৌকার প্রার্থী শামীম হকের প্রার্থিতা বহাল থাকল।
শামীম হক ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এবং এ কে আজাদ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য।
সংসদের ৩০০ আসনের মধ্যে দুটি বাদ রেখে এবার ২৯৮ আসনে প্রার্থী মনোনয়ন দিয়েছিল আওয়ামী লীগ। তাদের মধ্যে শামীমসহ পাঁচজন মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং আপিলে বাদ পড়েছিলেন।
এছাড়া ১৪ দলের শরীকদের ছয়টি এবং জাতীয় পার্টিকে ২৬টি আসন ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ। তাতে রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ শেষে আওয়ামী লীগের প্রার্থী সংখ্যা দাঁড়িয়েছিল ২৬৩ জনে।
বাদ পড়াদের মধ্যে ময়মনসিংহ-৯ আসনে আওয়ামী লীগের প্রার্থী আব্দুস সালাম হাই কোর্টে গিয়ে প্রার্থিতা ফিরে পেয়েছেন। আর শামীম প্রার্থিতা ফিরে পেলেন আপিল বিভাগে। এর ফলে সারা দেশে আওয়ামী লীগের প্রার্থী সংখ্যা দাঁড়াল ২৬৫ জনে।
আরও পড়ুন:
প্রার্থিতা ফেরত পেলেন সাদিক আব্দুল্লাহ, ব্যর্থ শামীম ও শাম্মী