এর ফলে এবারের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর সংখ্যা দাঁড়ালো ২৬৪ জনে।
Published : 18 Dec 2023, 05:37 PM
নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে হাই কোর্টে গিয়ে দ্বাদশ সংসদ নির্বাচনের প্রার্থিতা ফিরিয়ে পেয়েছেন ময়মনসিংহ-৯ আসনে আওয়ামী লীগের প্রার্থী আব্দুস সালাম।
তার করা রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর বেঞ্চ সোমবার নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বাতিল করে দেয়।
সালামের পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট প্রবীর নিয়োগী। হাই কোর্টের এ সিদ্ধান্তের ফলে আওয়ামী লীগের বাদ পড়া প্রার্থীর সংখ্যা একজন কমল।
ময়মনসিংহের নান্দাইল উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুস সালাম ১৯৯৬ ও ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়েছিলেন। এবার তাকে আবারও মনোনয়ন দেয় ক্ষমতাসীন দল।
যাচাই-বাছাইয়ে নৌকার প্রার্থী সালামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন রিটার্নিং কর্মকর্তা। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে সালামের প্রার্থিতা বাতিল চান এ আসনের বর্তমান সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল আবেদীন খান।
সেই আবেদনের শুনানি করে গত ১৪ ডিসেম্বর ঋণখেলাপের অভিযোগ সালামের প্রার্থিতা অবৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপর প্রার্থিতা ফিরে পেতে পরে হাই কোর্টে আসেন সালাম।
সংসদের ৩০০ আসনের মধ্যে দুটি বাদ রেখে এবার ২৯৮ আসনে প্রার্থী মনোনয়ন দিয়েছিল আওয়ামী লীগ। তাদের মধ্যে সালামসহ পাঁচজন মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং আপিলে বাদ পড়েছিলেন।
এছাড়া ১৪ দলের শরীকদের ছয়টি এবং জাতীয় পার্টিকে ২৬টি আসন ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ। তাতে রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ শেষে আওয়ামী লীগের প্রার্থী সংখ্যা দাঁড়িয়েছিল ২৬৩ জনে। সালামের প্রার্থিতা ফেরায় এখন তা বেড়ে ২৬৪ হল।
আরও পড়ুন: