ঝিনাইদহে কুড়িয়ে পাওয়া হাতবোমা বিস্ফোরণে ৩ শিশু আহত

স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, কালো স্কচটেপ মোড়ানো বলের মতো বস্তুটি দেখে হাতে নিয়ে খেলছিল শিশুরা।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2023, 05:33 PM
Updated : 28 May 2023, 05:33 PM

ঝিনাইদহের কোটচাঁদপুরে বাড়ির আঙ্গিনা কুড়িয়ে পাওয়া হাতবোমা বিস্ফোরণে তিন শিশু আহত হয়েছে।

রোববার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার তালসার বাজার পাড়ায় এ ঘটনা ঘটে বলে কোটচাঁদপুর থানার ওসি মঈন উদ্দিন জানান।

স্বজনদের বরাত দিয়ে ওসি জানান, বিকালে বাড়ির আঙ্গিনায় ইসাহাক আলী পাঠানের ৯ বছর বয়সী ছেলে আব্দুল আজিজ বন্ধন, ৯ মাস বয়সী নাতি খালিদ ও ভাইয়ের মেয়ে মারিয়া খেলছিল। এ সময় সেখানে পড়ে থাকা কালো স্কচটেপে মোড়ানো বোমাটিকে বল মনে করে হাতে নিয়ে খেলতে শুরু করে শিশুরা। 

এক পর্যায়ে বন্ধনের হাত থেকে পড়ে বোমাটি বিস্ফোরিত হয়। এতে শিশু তিনটি আহত হয়। পরে উদ্ধার করে বন্ধনকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অন্য দুই শিশুকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে শিশুদের স্বজনরা জানান।

ইছাহাক আলী পাঠান জানান, শনিবার রাতে তার বাড়ির ছাদে শব্দ হয়। রোববার দুপুর ১২টার দিকে অপরিচিত একটি ফোন নম্বর থেকে তার কাছে ৫ লাখ টাকা চাঁদা চাওয়া হয়।

ওসি জানান, চাঁদা দাবির বিষয়টি ইছহাক আলী পাঠান তার কাছেও বলেছেন।