রাজশাহীতে দাঁড় করিয়ে রাখা পাট ভরতি ট্রাকে অগ্নিসংযোগ

ট্রাকের কোনো ক্ষয়ক্ষতি না হলেও গাড়িতে থাকা অর্ধেক পাট পুড়ে গেছে বলে জানায় পুলিশ।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Nov 2023, 09:33 AM
Updated : 15 Nov 2023, 09:33 AM

বিএনপি-জামায়াতের ডাকা পঞ্চম দফা অবরোধের আগের রাতে রাজশাহীর মোহনপুর উপজেলার জুট মিলের গেটে দাঁড়িয়ে রাখা পাট ভরতি একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার রাত আড়াইটার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কে উপজেলার খারইল এলাকার যমুনা জুট মিলের গেটে এ ঘটনা ঘটে বলে মোহনপুর থানার ওসি হরিদাস মন্ডল জানা।

ওই মিলের ব্যবস্থাপক মোফাজ্জল হোসেন বলেন, ফরিদপুর থেকে পাট নিয়ে রাত ১টার দিকে ট্রাকটি মিলের সামনে আসে। তবে রাত ১১টার পর মিলে ঢোকার নিয়ম নেই বলে গেটের বাইরে দাঁড়িয়ে থাকে ট্রাকটি।

“এরপর রাত আড়াইটার দিকে মহাসড়কের টহল পুলিশ ট্রাকে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেয়।”

তিনি আরও বলেন, পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে ট্রাকের প্রায় অর্ধেক পাট পুড়ে গেছে।

ওসি হরিদাস মন্ডল বলেন, ট্রাকের উপর পাটে আগুন দেওয়া হয়েছিল। রাতেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ট্রাকের কোনো ক্ষতি হয়নি।