আরিফুল গাবেরতল এলাকার একজনের বাড়িতে তিনবেলা খাওয়া-দাওয়া করত বলে জানিয়েছেন মাদরাসাটির শিক্ষক।
Published : 29 Oct 2023, 10:35 AM
কুড়িগ্রাম সদরে সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রাক চাপায় এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। শিশুটি স্থানীয় এক বাড়িতে রাতের খাবার খেতে যাচ্ছিল।
শনিবার রাত ৯টার দিকে কুড়িগ্রাম-যাত্রাপুর সড়কের যাত্রাপুরের গাবেরতল এলাকায় এ ঘটনা ঘটে বলে সদর থানার ওসি মাসুদুর রহমান জানিয়েছেন।
নিহত ১২ বছর বয়সী আরিফুল ইসলাম যাত্রাপুর ইউনিয়নের চর রলাকাটা গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে এবং ওই ইউনিয়নের ধরলার পাড় আল জামিয়া নরুল উলুম ইসলামিয়া মাদরাসার হেফজখানা বিভাগের ছাত্র।
মাদরাসাটির শিক্ষক মাঈদুল ইসলাম বলেন, “আরিফুল গাবেরতল এলাকার মতিন মিয়া নামের একজনের বাড়িতে তিনবেলা খাওয়া-দাওয়া করত। রাতে সে ওই বাড়িতে ভাত খাওয়ার জন্য যাওয়ার পথে ট্রাকটি তাকে পিষে মারল।”
স্থানীয়রা জানান, আরিফুল রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় যাত্রাপুর থেকে ঢাকাগামী মহিষবাহী ট্রাকটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। পরে তাৎক্ষণিকভাবে লোকজন ট্রাকটি আটক করে।
ওসি মাসুদুর রহমান বলেন, ট্রাক ও চালককে আটক করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।