এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে থানা মামলা করেছেন বলে পুলিশ জানায়।
Published : 16 Oct 2023, 05:42 PM
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় তুচ্ছ ঘটনায় এক তরুণ খুন হয়েছে। এ ঘটনায় হওয়া মামলায় এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত রোববার রাতে উপজেলার রশুনিয়া ইউনিয়নের গোয়ালবাড়ির মোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে সিরাজদিখান থানার ওসি মো. মুজাহিদুল ইসলাম জানান।
১৮ বছর বয়সি নিহত ফাহিম হোসেন ওই ইউনিয়নের উত্তর তাজপুর গ্রামের প্রয়াত নুরু ব্যাপারীর ছেলে।
গ্রেপ্তার হন প্রতিবেশী গোপাল পাটনি (১৯) নামে এক তরুণ।
নিহতের মা ফাতেমা বেগম জানান, রোববার রাতে গোয়ালবাড়ির মোড়ে গোপালের সঙ্গে গল্প করছিল ফাহিম। এ সময় ১০ টাকার নোট দিয়ে
একটি খেলনা বানায় ফাহিম। খেলনাটি গোপাল আগুন দিয়ে পুড়িয়ে ফেলতে চান। এ নিয়ে দুই তরুণের মধ্যে বাকবিতণ্ডা ও ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে গোপালের থাপ্পরে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে ফাহিম।
স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাকসুদা সুলতানা সোমবার জানান, ফাহিমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না।
ওসি মুজাহিদুল বলেন, “এ ঘটনায় নিহতের মা ফাতেমা বেগম বাদী হয়ে সোমবার হত্যা মামলা করেছেন। মামলায় গোপাল পাটনিকে গ্রেপ্তার করা হয়েছে।”
ময়নাতদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে জানিয়ে ওসি আরও বলেন, “নিহতের ঘাড় এক দিকে বাঁকানো ছিল। ধস্তাধস্তির সময় ঘাড় ভেঙে গিয়ে থাকতে পারে।”