বরিশালে আগুনে পুড়েছে দোকান-ঘর

অগ্নিকাণ্ডে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Sept 2022, 07:07 AM
Updated : 25 Sept 2022, 07:07 AM

বরিশালের বাবুগঞ্জ উপজেলার বাবুগঞ্জ বাজারে আগুন লেগে একটি বসত ঘর ও সাতটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।

বাবুগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের ফায়ার ফাইটার মো. শামীম আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার ভোর সাড়ে ৫টার দিকে লাগা এ আগুন তাদের দুইটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, বাজারের ‘শরীফ টেলিকম’ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে বাজারের লিটু খানের বসত ঘর এবং আব্দুল কাদের, মফিজুর রহমান, মো. সালাউদ্দিন মো. হান্নান ও মো. মাহবুবের দোকানসহ সাতটি দোকান আগুন পুড়ে যায়।

“বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”

দোকান-ঘরগুলো থেকে প্রায় কোটি টাকার মালামাল উদ্ধার করা হয়েছে জানিয়ে শামীম বলেন, এ ঘটনায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।