ভারত থেকে চোরাই পথে চিনি আনতে গিয়ে তারা বিএসএফের হাতে আটক হন বলে দাবি স্বজনদের।
Published : 06 Feb 2024, 08:41 PM
ফেনীর ছাগলনাইয়া সীমান্ত এলাকায় বিএসএফের হাতে ২৩ বাংলাদেশি আটকের খবর পাওয়া গেছে।
সোমবার মধ্যরাতে দুই দেশের সীমান্তের ৯৯ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয়দের বরাতে বিজিবি ৪ ফেনী ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানান।
স্বজনরা জানান, ভারতের সমরগঞ্জ ও বাংলাদেশের ৯৯ পিলারের কাছে তারকাঁটা বেড়া দিয়ে চোরাই পথে চিনির বস্তা আনা নেওয়ার কাজ করছিলেন শতাধিক শ্রমিক। এ সময় তাদের ধাওয়া দেয় বিএসএফ সদস্যরা।
অনেকে পালিয়ে বাংলাদেশে আসতে পারলেও ২৩ জন বিএসএফের হাতে ধরা পড়েন বলে দাবি স্বজনদের।
বিএসএফের হাতে আটকরা হলেন- উপজেলার পূর্ব ছাগলনাইয়া গ্রামের সাইমুম হোসেন (১৯), রাইসুল ইসলাম (১৯), মো. সামিন (৪০), মো. হারুন (২৩), মো. লিটন (৩০), মাঈন উদ্দিন (২০), রাধানগর এলাকার মো. মহসিন (২৫), কাজী রিপন (৪০), তাজুল ইসলাম সাকিল (২২), মো. হানিফ (৩৫), আবুল হাসান (৩০), মো. ইমরান (২২), মো. রুবেল (২৮), জাফর ইমাম মজুমদার (৪০), মো. ওবায়দুল হক (৪৪), জামাল উদ্দিন (৪০), আরিফ হোসেন (২৪), মো. করিম (২০), মটুয়া এলাকার মো. খোরশেদ (৩৮), আজাদ হোসেন (২৫), মো. মাহিম (২৫), মো. হারুন (৩২) ও ইমাম হোসেন (২২)।
স্থানীয়দের মাধ্যমে বিএসএফের হাতে বাংলাদেশি আটকের বিষয়টি অবগত হওয়ার কথা জানিয়ে বিজিবির বদরুদ্দোজা বলেন, অভিযোগের সত্যতা পেলে বিধি মোতাবেক আইনি পদক্ষেপ নেওয়া হবে।
“যাদের ধরে নিয়ে যাওয়া হয়েছে তাদের স্বজনদের কেউ মঙ্গলবার বিকাল পর্যন্ত কোনো লিখিত অভিযোগ করেননি। তবে বাংলাদেশিদের ফিরিয়ে আনতে বিজিবি ক্যাম্পে জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধনের ফটোকপি জমা দিচ্ছেন স্বজনরা।”
ছাগলনাইয়া থানার ওসি মো. হাসান ইমাম বলেন, “সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি আটকের কোনো লিখিত অভিযোগ পাইনি। পেলে তদন্ত করে দেখা হবে।”