গাজীপুর সিটি নির্বাচনে অংশ নেওয়া বিএনপির ৩০ নেতাকে শোকজ

আগামী ২৪ ঘন্টার মধ্যে নোটিসের লিখিত জবাব দলের কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 May 2023, 12:16 PM
Updated : 12 May 2023, 12:16 PM

দলীয় সিদ্ধান্ত অমান্য করে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৩০ নেতা-কর্মীকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে।

আগামী ২৪ ঘন্টার মধ্যে নোটিসের লিখিত জবাব দলের কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত নোটিস পর্যায়ক্রমে পাঠানো হয় বলে গাজীপুর মহানগর বিএনপির সদস্য সচিব শওকত হোসেন সরকার জানান।

শোকজ নোটিস পাওয়া ওই ত্রিশজন মহানগরীর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা।

তারা গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদের মধ্যে নগরীর ১৫ নম্বর ওয়ার্ড থেকে মহানগর শ্রমিকদলের সদস্য সচিব বিএনপি নেতা ফয়সাল আহমাদ সরকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নোটিস পাওয়ার কথা জানিয়েছে সিটি করপোরেশনের ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হান্নান মিয়া হান্নু বলেন, “নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা করে শোকজের জবাব দেওয়া হবে।” 

শোকজ পাওয়া কাউন্সিলর প্রার্থীরা হলেন- মেট্রো সদর থানা বিএনপির আহ্বায়ক হাসান আজমল ভূঁইয়া, সাবেক আহ্বায়ক হান্নান মিয়া হান্নু, বাসন মেট্রো থানার সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন চৌধুরী মূসা, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক সফি উদ্দিন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সাবেক সভাপতি শেখ আলেক, মহানগর শ্রমিকদলের আহ্বায়ক ফয়সার আহমাদ সরকার, পূবাইল থানা বিএনপির সদস্য সচিব  নজরুল ইসলাম বিকি, সাবেক আহ্বায়ক সুলতান উদ্দিন, সদর থানা বিএনপির সভাপতি মজিবুর রহমান, সদস্য মো. মাহবুবুর রশিদ খান শিপু, সবদের হাসান, খাইরুল আলম, জিএস নাসিমুল ইসলাম মনির, শহিদুল ইসলাম, তানবীর আহমেদ, আনোয়ার সরকার, রফিকুল ইসলাম রাতা, বাবু চৌধুরী, আবুল হাসেম, সেলিম হোসেন, মো. ফারুক হোসেন খান, মহানগর মহিলা দলের সিনিয়র সহসভাপতি খন্দকার নুরুন্নাহার, সহসভাপতি কেয়া শারমিন, শ্রমিকদল নেত্রী ফিরোজা বেগম, হাসিনা মমতাজ, বিএনপি নেতা আলম, ৩৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আউয়াল সরকার, বিএনপি নেতা মো. মাহফুজুর রহমান ও ৪৯ নম্বর ওয়ার্ড বিএনপির যুববিষয়ক সম্পাদক মোবারক হোসেন মিলন। 

মেট্রো সদর থানার আহ্বায়ক হাসান আজমল ভূঁইয়া বৃহস্পতিবার দল থেকে ওই নোটিস পাওয়ার কথা স্বীকার করলেও এ ব্যাপারে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ ব্যাপারে গাজীপুর মহানগর বিএনপির সদস্য সচিব শওকত হোসেন সরকার বলেন, যারা দলীয় সিদ্ধান্ত অমান্য করে সিটি নির্বাচনে অংশ নিয়েছেন, দল তাদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ ব্যাপারে কঠোর বার্তা দিয়েছেন।