পুলিশ বলছে, মোল্লারকুল গ্রামের খাঁকি ও কাজী বংশের বিরোধ বেশ পুরানো।
Published : 18 Feb 2024, 10:50 PM
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় দুই বংশের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ সময় পুলিশসহ আহত হয়েছেন আরও ২০ জন।
রোববার বিকালে উপজেলার উদয়পুর ইউনিয়নের মোল্লারকুল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) রাসেলুর রহমান জানান।
নিহত পান্না মোল্লা (৪০) মোল্লারকুল গ্রামের তৈয়ব আলী মোল্লার ছেলে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, মোল্লারকুল গ্রামের খাঁকি ও কাজী বংশের বিরোধ বেশ পুরানো। সেই বিরোধের জেরে বিকালে মোল্লারকুল হাটে কাজী বংশের দুই সমর্থকের সঙ্গে খাঁকি বংশের সমর্থকদের কথাকাটাকাটি হয়। তারপরই তারা ঢাল, সড়কি, ইট-পাটকেল ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বেশ কয়েকটি গুলিও হয়।
ওই সংঘর্ষের সময় কাজী বংশের সমর্থক পান্না মোল্লা নিহত হন। পুলিশের ছয় সদস্যসহ ২০ জন আহত হন। তাদের মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) রাসেলুর রহমান বলেন, পান্না মোল্লা কীভাবে নিহত হয়েছেন সে ব্যাপারে এখনি কিছু বলা যাচ্ছে না। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে। এখনও কেউ মামলা করেনি; গ্রেপ্তারও নেই।