জামালপুরে গৃহবধূকে ‘শ্বাসরোধে হত্যা’, স্বামী আটক

“বিয়ের পর থেকে অকারণে আকলিমাকে নির্যাতন করত হেলাল।”

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2023, 11:18 AM
Updated : 25 May 2023, 11:18 AM

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করেছে পুলিশ।

বুধবার রাতে উপজেলার চিকাজানী ইউনিয়নের নয়াগ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি শ্যামল চন্দ্র ধর।

নিহত ২২ বছর বয়সী আকলিমা বেগম উপজেলার বাহাদুরা বাদ ইউনিয়নের খুটার চর গ্রামের আলী হোসেন মেয়ে। আটক হেলাল মিয়া (৩২) নয়াগ্রামের মুল্লুক মিয়ার ছেলে। তিনি পেশায় ভটভটি চালক।

নিহতের পরিবারের বরাতে ওসি শ্যামল চন্দ্র বলেন, “হেলাল ও আকলিমার মধ্যে পারিবারিক কলহ চলছিল। এরই জেরে আকলিমাকে শ্বাসরোধে হত্যা করে ঘরের ধর্নার সঙ্গে ঝুলিয়ে রাখেন হেলাল।”

আকলিমার মা বেহুলা বেগম জানান, সাত বছর আগে আকলিমার সঙ্গে হেলালের বিয়ে হয়। বিয়ের পর থেকে অকারণে আকলিমাকে নির্যাতন করত হেলাল। তাদের ঘরে ছয় বছর বয়সী একটি ছেলেসন্তান রয়েছে।

“স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে বাপের বাড়িতে চলে আসে আকলিমা। ১১ দিন আগে তাকে ফুসলিয়ে নিয়ে যায় হেলাল।

“বুধবার রাতে আকলিমাকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করে ঝুলিয়ে রাখে হেলাল। আমি তার ফাঁসি চাই।”

খবর পেয়ে বৃহস্পতিবার সকালে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে জানিয়ে ওসি শ্যামল চন্দ্র বলেন, নিহতের স্বামী হেলালকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।