ঘূর্ণিঝড় মিধিলির কবলে পড়ে সাগরে ভাসতে থাকা ১৫ জেলেকে উদ্ধার করেছেন সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বনকর্মীরা।
শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে সাগরের মান্দারবাড়িয়া এলাকা থেকে তাদেরকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা একেএম ইকবাল হোসাইন চৌধুরী।
উদ্ধার করা জেলেদের মধ্যে ১৪ জন বাগেরহাটের আর একজন ভোলা জেলার বাসিন্দা।
এরা হলেন- মোরশেদ শেখের ছেলে রাসেল শেখ, রাজিব শেখ, আহম্মদ শেখের ছেলে ওহিদুল শেখ, মৃত ইছাক শেখের ছেলে দাউদ শেখ, গোলাম মোস্তফার ছেলে ইস্রাফিল শেখ, ইমান আলী শেখের ছেলে রেজাউল শেখ, খোরশেদ শেখের ছেলে সুলতান শেখ, জুলফিকার শেখের ছেলে মাহাবুব শেখ, আব্দুল হাকিমের ছেলে আলী আকবর শেখ, নজরুল ইসলামের ছেলে বাবুল শেখ, আজিজ শেখের ছেলে আব্দুল হালিম, জলিল শেখের ছেলে গোলাম আযম, সাহেব আলীর ছেলে হুমায়ুন আকন্দি, গনি শেখের ছেলে মনি শেখ এবং ভোলার চরফ্যাশনের মৃত কাজলের ছেলে আব্বাস।
উদ্ধার করা জেলেদের মান্দারবাড়িয়া বন কার্যালয়ে রাখা হয়েছে জানিয়ে ইকবাল হোসাইন বলেন, জেলেদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। রোববার তাদেরকে বুড়িগোয়ালিনী রেঞ্জ কার্যালয়ে নিয়ে যাওয়া হবে।