নরসিংদীতে ৫০ কেজি গাঁজা উদ্ধার, ২ যুবক গ্রেপ্তার

পুলিশের ভাষ্য, গ্রেপ্তাররা সীমান্তবর্তী বিভিন্ন জেলা থেকে গাঁজা কিনে এনে ঢাকায় বিক্রি করেন।

নরসিংদী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 May 2023, 12:09 PM
Updated : 10 May 2023, 12:09 PM

নরসিংদীর শিবপুরে একটি প্রাইভেটকার ও ৫০ কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

বুধবার সকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের কারারচর বড়ইতলায় এ অভিযান চালানো হয় বলে জানান পুলিশের জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মো. আব্দুল বাসার।

গ্রেপ্তাররা হলেন- ঢাকার যাত্রাবাড়ি থানার সাদ্দাম মার্কেটের আমির হামজা বাড়ির ভাড়াটিয়া মো. জাবেদ (৩৪) ও মিরপুরের পল্লবী পলাশ নগরের মোহাম্মদ আলী (৩২)।

ডিবির ওসি আব্দুল বাসার বলেন, খবর পেয়ে মহাসড়কের কারারচর বড়ইতলা বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করা হয়।

“এ সময় একটি প্রাইভেটকার আটকে গাড়িটির ব্যাকডালা তল্লাশি করে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রাইভেটকারে থাকা দুইজনকে গ্রেপ্তার এবং গাড়িটি জব্দ করা হয়। উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য প্রায় ১০ লাখ।”

তিনি বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানান, তারা সীমান্তবর্তী বিভিন্ন জেলা থেকে গাঁজা কিনে এনে ঢাকায় বিক্রি করেন।”

তাদের বিরুদ্ধে থানায় মামলা দিয়ে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।