এ ঘটনায় সোমবার দামুড়হুদা থানায় একটি হত্যা মামলা হয়েছে।
Published : 22 Feb 2024, 01:59 AM
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগে বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আহত হয়েছে নিহতের এক মেয়ে।
সোমবার বেলা ১১টার দিকে উপজেলার ঠাকুরপুর সীমান্ত থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে দুপুরে পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গ্রেপ্তার আজিজুল মণ্ডল (৬২) উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের স্কুলপাড়ার প্রয়াত বদর উদ্দিন মণ্ডলের ছেলে। নিহতের নাম মর্জিনা খাতুন (৩০)।
বিজ্ঞপ্তিতে চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন জানান, স্থানীয় বিভিন্ন এনজিওর ঋণের কিস্তির টাকা দেওয়া নিয়ে বাবার সঙ্গে মর্জিনার কলহ চলছিল। এরই জেরে আজিজুল শনিবার রাত ২টার দিকে মর্জিনা ও তার ১২ বছরের মেয়েকে দা দিয়ে কুপিয়ে জখম করেন।
স্থানীয়রা টের পেয়ে মা ও মেয়েকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মর্জিনাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় সোমবার দামুড়হুদা থানায় একটি হত্যা মামলা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আজিজুল তার মেয়েকে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন পুলিশ সুপার।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ০২ অক্টোবর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]