২০২২ সালের ১৯ জানুয়ারি নিঁখোজ হয় ভিক্টোরিয়া জুবিলি উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র আবু হুরাইরা।
Published : 06 Nov 2023, 04:28 PM
চুয়াডাঙ্গা সদর উপজেলার শিশু আবু হুরাইরাকে হত্যার দায়ে এক যুবককে মৃত্যুদণ্ড এবং তার দুই সহযোগীকে কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার দুপুরে চুয়াডাঙ্গার অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. মাসুদ আলী দুই আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) গিয়াস উদ্দিন জানান।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোহাম্মদ মোমিন (২৩) উপজেলার তালতলা গ্রামের বাসিন্দা।
১৪ বছরের সাজাপ্রাপ্ত আশরাফুজ্জামান রিজন (৩০) ও পারভেজ আহমেদ (২৮) একই গ্রামের বাসিন্দা। এর মধ্যে পারভেজ পলাতক রয়েছে।
মামলার বরাত দিয়ে আইনজীবী বলেন, ২০২২ সালের ১৯ জানুয়ারি বিকেলে বাড়ি থেকে প্রাইভেট পড়তে বের হয়ে নিঁখোজ হয় তালতলা গ্রামের আব্দুল বারেকের ছেলে চুয়াডাঙ্গার ভিক্টোরিয়া জুবিলি উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র আবু হুরাইরা। খোঁজাখুঁজি করে না পেয়ে ২৫ জানুয়ারি আব্দুল বারেক বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেন।
কিছুদিন পর পুলিশ একই গ্রামের মোহাম্মদ মোমিনকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী, ১৪ ফেব্রুয়ারি রাত ২টার দিকে তালতলা কবরস্থানের একটি পুরাতন কবরের ভেতর থেকে শিশু আবু হুরাইরায় অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।
মামলায় আরও বলা হয়, মোমিনসহ তার বন্ধুরা একদিন রাতে এলাকায় উচ্চস্বরে মাইক বাজাচ্ছিলেন। তখন শিশুটির বাবা আব্দুল বারেক গিয়ে বন্ধ করে দেন এবং মাইক চালানোর ব্যাটারি নিয়ে আসেন। এতে মোমিনসহ অন্যরা ক্ষুব্ধ হন। এই ক্ষোভ থেকেই তারা শিশুটিকে হত্যা করে।
২০২২ সালের ১৪ অগাস্ট মোমিন, আশরাফুজ্জামান রিজন (৩০) ও পারভেজকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার পরিদর্শক মিজানুর রহমান।
আইনজীবী বলেন, আসামি পারভেজ আহমেদ পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।