ঢাকার পল্টন থানায় একটি মামলায় বরিশাল থেকে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম ইমরানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নগরীর কাউনিয়া জানুকি সিংহ রোডের বাসা থেকে শুক্রবার রাত ১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
কাউনিয়া থানার ওসি আব্দুর রহমান মুকুল জানান, ঢাকার পল্টন থানায় একটি মামলার আসামি ইমরান। তাকে পল্টন থানা পুলিশ গ্রেপ্তার করেছে। পরে তারা তাকে নিয়ে চলে গেছে।
বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম শাহীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাদা পেশাকের পুলিশ ইমরানকে গ্রেপ্তার করে। পরে তাকে নেওয়া হয় মহানগর পুলিশের কাউনিয়া থানায়।
শনিবার ভোর সাড়ে ৫টার দিকে তাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে চলে যায় পুলিশ। ইমরান বর্তমানে পল্টন থানায় রয়েছে।
তবে ইমরানের বিরুদ্ধে কোনো মামলা নেই বলে দাবি করেন এ বিএনপি নেতা।
এ বিষয়ে জানতে চাইলে পল্টন থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন মিয়া বলেন, গত ৭ ডিসেম্বর পুলিশের উপর হামলার অভিযোগে একটি মামলা হয়। ওই মামলায় ইমরানকে গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।