এসব ঘটনায় ১০টি মামলা হয়েছে বলে সদর থানার ওসি জানান।
Published : 02 Feb 2024, 07:42 PM
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে বগুড়ায় ১৯ চাকরিপ্রার্থী আটক হয়েছেন।
শুক্রবার পরীক্ষায় মোবাইল ফোন ও ইলেকট্রনিক্স ডিভাইসের ব্যবহারসহ অসৎ উপায় অবলম্বনের অভিযোগে বিভিন্ন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরা ওইসব পরীক্ষার্থীদের ধরে পুলিশে দেন বলে বগুড়া সদর থানার ওসি শাহীনুজ্জামান জানান।
পুলিশ জানায়, এপিবিএন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে একজন, সরকারি আজিজুল হক কলেজ থেকে চারজন, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে তিনজন, বগুড়া সিটি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে তিনজন, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ থেকে একজন, বগুড়া টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে একজন, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ থেকে একজন, বগুড়া সরকারি কলেজ থেকে একজন এবং বগুড়া পলিটেকনিক্যাল ইনস্টিটিউট থেকে চারজনকে আটক করা হয়।
ওসি শাহীনুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি, কেন্দ্রসচিব, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ১০টি মামলা দিয়েছেন। মামলাগুলো রেকর্ড করার প্রক্রিয়ায় আছে।