হরতালের দিন শহরে বিএনপির মিছিল থেকে একটি যাত্রীবাহী বাস ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় বলে জানায় পুলিশ।
Published : 30 Oct 2023, 04:45 PM
মাগুরায় রোববার হরতালে একটি বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। এ মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার সকালে ৪৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করে এসবি পরিবহনের মালিক বাদী হয়ে মামলাটি করেন বলে মাগুরা সদর থানার ওসি শেখ সেকেন্দার আলী জানান।
গ্রেপ্তাররা হলেন- সদর উপজেলার পারন্দুয়ালী গ্রামের আব্দুল গফুর মোল্ল্যার ছেলে মো. আমিরুল ইসলাম (৪৯), বরুনাতৈল গ্রামের রোকন বিশ্বাসের ছেলে রাজু বিশ্বাস (৩৮) ও ইছাখাদা গ্রামের প্রয়াত হামেদ বিশ্বাসের ছেলে অক্তার বিশ্বাস।
মামলার বরাতে ওসি শেখ সেকেন্দার আলী বলেন, “রোববার সারা দেশে বিএনপি ও জামায়াতের ডাকা হরতালে শহরের ভায়না মোড় এলাকায় বিএনপির নেতা-কর্মীরা এসবি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
“খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে দমকল কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।”
এ ঘটনায় বাসটির মালিক মোশারফ হোসেন বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেন বলে জানান তিনি।