বগুড়ায় ব্যবসায়ী হত্যায় দায়ে একজনের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন

আইনজীবী জানান, জমিতে হাঁস যাওয়াকে কেন্দ্র করে আনিছুরকে হত্যা করা হয়।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 March 2023, 02:29 PM
Updated : 7 March 2023, 02:29 PM

বগুড়ার শেরপুর উপজেলায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড ও দুজনের যাবজ্জীবন সাজা দিয়েছে আদালত।

মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক হাবিবা মণ্ডল আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) নাছিমুল করিম হলি।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি উপজেলার চণ্ডেশ্বর গ্রামের তছলিম উদ্দিন তছু।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- চণ্ডেশ্বর গ্রামের ফারুক এবং টুনিপাড়া গ্রামের আব্দুল আলিম।

মামলার বরাতে আইনজীবী জানান, জমিতে হাঁস যাওয়াকে কেন্দ্র করে কীটনাশক ব্যবসায়ী আনিছুরের সঙ্গে আসামিদের কথাকাটাকাটি হয়। সেটি নিয়ে বিচার-সালিশও বসে। কিন্তু মীমাংসা হয়নি। এরই জের ধরে ২০১৭ সালের ১২ জুন দুপুরে নিজ দোকানের ভিতরে আনিছুরকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়।

চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তিনি মারা যায়। ওই দিনই নিহতের মা আনোয়ারা বেওয়া বাদী হয়ে মামলা করেন।

আসামিরা গ্রেপ্তারের পর দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দেন। ২০২২ সালের ৩১ জুলাই অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

এপিপি নাছিমুল করিম হলি বলেন, আসামিদের প্রত্যেককে দণ্ড ছাড়াও ২০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।