হবিগঞ্জে মা-মেয়েকে ধর্ষণের দায়ে দুইজনের যাবজ্জীবন

২০২০ সালে মা ও মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে আসামিরা।

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Nov 2023, 09:31 AM
Updated : 21 Nov 2023, 09:31 AM

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মা ও মেয়েকে ধর্ষণের মামলায় দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ জাহিদুল মঙ্গলবার একজন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন- ওই উপজেলার শাকিল আহমেদ (২২) ও সালাউদ্দিন (২০)। সালাউদ্দিন পলাতক রয়েছেন।

যাবজ্জীবনের পাশাপাশি তাদের দুইজনকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল মনছুর চৌধুরী জানান।

মামলার নথি থেকে জানা যায়, ২০২০ সালের ২ অক্টোবর ওই উপজেলার একটি বাড়িতে কৌশলে ঢুকে মা ও মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে শাকিল ও সালাউদ্দিন ।

এ ঘটনায় ওই মেয়ে বাদী হয়ে ৪ অক্টোবর শাকিল ও সালাউদ্দিন বিরুদ্ধে চুনারুঘাট থানায় একটি ধর্ষণ মামলা করেন।

তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা। ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত মঙ্গলবার দুইজনকে দোষী সাব্যস্ত করে রায় দিল।