প্রতিবন্ধীকে ধর্ষণের পর হত্যা, রাজবাড়ীতে একজনের যাবজ্জীবন

আসামি নুর আলম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানান পিপি।

রাজবাড়ী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 May 2023, 01:01 PM
Updated : 22 May 2023, 01:01 PM

রাজবাড়ীতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের পর হত‍্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাব্বির ফয়েজ আসামির উপস্থিতিতে এ রায় দেন বলে জানান ওই আদালাতের সরকারি কৌঁসুলি (পিপি) শেখ সাইফুল হক।

দণ্ডিত নুর আলম (৪৮) রাজবাড়ী সদর উপজেলার আলাদীপুর মাজার পাড়া গ্রামের বাসিন্দা। 

মামলার বরাত দিয়ে পিপি সাইফুল হক বলেন, ২০১৮ সালের ১২ মার্চ সদর উপজেলার আলাদীপুর জুটমিল এলাকায় মেহগনি বাগান থে‌কে এক নারীর মর‌দেহ উদ্ধার করে পুলিশ। এরপর ১৯ মার্চ ওই নারীর ভাই অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন।

এই আইনজীবী আরও বলেন, পুলিশ ওই মামলায় নুর আলম শেখকে গ্রেপ্তার করে। এরপর নুর আলম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে জানান, ওই নারীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করেছেন তিনি।

রায়ে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয় বলে জানান রাষ্ট্র পক্ষের এই আইনজীবী।