খুলনায় দেড় ঘণ্টা পর নিভল দাদা ম্যাচ ফ্যাক্টরির রাসায়নিক গুদামের আগুন

কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে গোডাউনটি পুরোপুরি পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 March 2023, 04:03 AM
Updated : 7 March 2023, 04:03 AM

খুলনা নগরের রূপসা ট্রাফিক মোড় এলাকায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা দাদা ম্যাচ ফ্যাক্টরির রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে ওই আগুনের সূত্রপাত হলে প্রায় দেড় ঘণ্টা পর রাত সাড়ে ৮টার দিকে আগুন নেভানো সম্ভব হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স খুলনার উপসহকারী-পরিচালক তানহারুল ইসলাম।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে ওই গুদামের মধ্যে রাসায়নিক ‘সালফার’ মজুদ রাখা ছিল। হঠাৎ তাতে আগুন ধরে যায়। খবর পেয়ে খুলনার টুটপাড়া ও সদর ফায়ার স্টেশনের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে রাত সাড়ে ৮টার দিকে আগুন নেভানো হয়।

অগ্নিকাণ্ডের ঘটনায় খুলনা নগরের টুটপাড়া, পিটিআই মোড়, রয়েল মোড়সহ পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এতে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তানহারুল ইসলাম আরও বলেন, কেন ও কী কারণে আগুন লেগেছে তা এই মুহূর্তে বলা সম্ভব নয়। কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে গোডাউনটি পুরোপুরি পুড়ে গেছে।

স্থানীয়রা জানান, খুলনা নগরের রূপসা নদীর তীরে ১৯৫৫ সালে ১৮ একর জমির ওপর ম্যাচ কারখানাটি যাত্রা শুরু করে। ১৯৯৩ সালের শেষের দিকে কারখানাটি ইজারা নেয় ভাইয়া গ্রুপ।

২০১০ সালের ১ ফেব্রুয়ারি ভাইয়া গ্রুপ দাদা ম্যাচের উৎপাদন ও ১৮ আগস্ট কারখানাটি বন্ধের ঘোষণা দিয়ে সব শ্রমিক-কর্মচারীকে ছাঁটাই করে।

পরে শ্রমিকদের আন্দোলনের মুখে এবং প্রধানমন্ত্রী কারখানাটি চালুর ঘোষণা দিলে ২০১১ সালের ২৩ মার্চ শিল্প মন্ত্রণালয়ের নির্দেশে কারখানাটির স্থাবর-অস্থাবর সম্পত্তি বুঝে নেন খুলনা জেলা প্রশাসক।