আগামী সেপ্টেম্বরে আখাউড়া-আগরতলা রেলপথের উদ্বোধন হবে বলে জানালেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
তিনি বলেছেন, “ওই রেলপথ প্রকল্পের কাজ আগামী জুন মাসে শেষ হবে। এরপর ট্রায়াল শেষে সেপ্টেম্বরেই ভারত-বাংলাদেশের দুই প্রধানমন্ত্রী রেলপথটি উদ্বোধন করবেন।”
বুধবার দুপুরে ডুয়েলগেজ এ রেলপথ প্রকল্পের কাজ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
রেলপথটি নির্মাণের কাজ করছে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান ‘টেক্সমেকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড’। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হচ্ছে প্রায় ২৪১ কোটি টাকা।
এ পথে প্রথমে পণ্যবাহী ট্রেন চলবে জানিয়ে সুজন বলেন, “এতে দুদেশের মানুষই সুবিধা পাবেন।”
মন্ত্রী বলেন, “রেলপথটি চালু হলে বাণিজ্যের আরেকটি দ্বার খুলবে। সড়কপথে পণ্য পরিবহনে খরচ বেশি। কিন্তু ট্রেনে পণ্য পরিবহনে খরচ কম হবে।”
এ সময় মন্ত্রীর সঙ্গে প্রকল্প পরিচালক আবু জাফর মিয়া ও আখাউড়া-আগরতলা রেলপথ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান টেক্সমেকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের কান্ট্রি হেড শরৎ শর্মা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: