আগামী জুনেই আখাউড়া-আগরতলা পথে ট্রেন চলবে: রেলমন্ত্রী

ধীরে ধীরে দেশের সব রেলপথ ব্রডগেজে রূপান্তর করা হবে বলে জানান মন্ত্রী।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Dec 2022, 03:15 PM
Updated : 11 Dec 2022, 03:15 PM

আগামী জুন মাস থেকেই আখাউড়া-আগরতলা রেলপথে ট্রেন চলাচল করবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। 

রোববার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শিবনগর এলাকায় প্রকল্প কাজের অগ্রগতি পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। 

চতুর্থ দফায় বাড়ানো আখাউড়া-আগরতলা রেলপথ প্রকল্পের মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের ৩০ জুন। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হচ্ছে প্রায় ২৪১ কোটি টাকা। 

রেলপথ নির্মাণের কাজ করছে ভারতীয় ঠিকাদারী প্রতিষ্ঠান ‘টেক্সমেকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড’। 

মন্ত্রী বলেন, প্রকল্পটি বাংলাদেশ-ভারত উভয় দেশের জন্য গুরুত্বপূর্ণ। এটি চালু হলে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যও বাড়বে। চাহিদা বিবেচনায় এ পথে যাত্রীবাহী ট্রেনও চলবে। 

ধীরে ধীরে দেশের সব রেলপথ ব্রডগেজে রূপান্তর করা হবে বলে জানান রেলপথমন্ত্রী। 

বিএনপির সরকারবিরোধী আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, “বিএনপি আন্দোলনের নামে রেললাইন উপড়ে ফেলে, রেল জ্বালিয়ে দেয়। তাদের আন্দোলনের গতি-প্রকৃতি দেখে মনে হয় একাত্তরের পাকবাহিনীর প্রেতাত্মা। তাদের রাজনৈতিক সহিংসতা নিয়ে আমরা সব সময় আতংকে থাকি।” 

এ সময় মন্ত্রীর সঙ্গে আখাউড়া-আগরতলা রেলপথ প্রকল্পের পরিচালক আবু জাফর মিয়া এবং ঠিকাদারী প্রতিষ্ঠান টেক্সমেকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের হেড অব কান্ট্রি শরৎ শর্মা ছিলেন।