আখাউড়া-আগরতলা রেল চলবে আগামী বছর 

আগামী বছর থেকে আখাউড়া-আগরতলা রেল যোগাযোগ চালুর আশা প্রকাশ করেছেন ঢাকায় ভারতের হাই কমিশনার রীভা গাঙ্গুলী দাস।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Feb 2020, 03:32 PM
Updated : 13 Feb 2020, 05:16 PM

বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেল লিংক লাইনের কাজ পরিদর্শনের পর সাংবাদিকদের কাছে এই আশাবাদ প্রকাশ করেন তিনি।

রীভা গাঙ্গুলী দাস বলেন, আগামী বছরের জুনের মধ্যেই আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণ প্রকল্পের কাজ শেষ হবে। এরপরই বছর রেল যোগাযোগও চালু হবে।

আখাউড়া-আগরতলা রেল প্রকল্পের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “উত্তর-পূর্ব ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্যিক যোগাযোগ এ রেলপথের মাধ্যমেই হবে।”

সীমান্তে হত্যার বিষয়ে ভারতীয় হাই কমিশনার বলেন, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে এখন ভালো সম্পর্ক বজায় আছে। এসব বিষয় আলাপ-আলোচনার মধ্যে ‘শেষ হবে’ বলে তিনি মনে করেন।

আখাউড়া-আগরতলা রেল লিংক পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ভারতীয় হাই কমিশনের প্রথম সচিব (রেলওয়ে উপদেষ্টা) আনিতা বারিক, হাই কমিশনারের প্রটোকল অফিসার অমরিশ কুমার।

আখাউড়া-আগরতলা রেল লিংক লাইন প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ২৫২ কোটি টাকা।