নারায়ণগঞ্জে নারীকে ‘কুপিয়ে হত্যা’, স্বামী গ্রেপ্তার

জামিনে জেল থেকে বেরিয়ে হক মিয়া তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করেন বলে জানান ওসি।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Nov 2023, 11:25 AM
Updated : 12 Nov 2023, 11:25 AM

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে তার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ৷

শনিবার রাতে উপজেলার মুকুন্দি এলাকায় এ ঘটনা ঘটে বলে আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ জানান৷

নিহত জাহানারা বেগম (৪৫) ওই এলাকার মৃত ওসমানের মেয়ে৷ তার স্বামী হক মিয়া (৫৩) একই এলাকার বাসিন্দা।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি আহসান বলেন, “হক মিয়া একটি ডাকাতি মামলায় কয়েক বছর কারাগারে ছিলেন। কয়েক মাস আগে তিনি জামিনে বেরিয়ে আসেন৷ এরপর থেকে তার স্ত্রী জাহানারা অন্য সম্পর্কে জড়িয়েছেন বলে সন্দেহ করতে থাকেন হক মিয়া ৷

এ নিয়ে তাদের মধ্যে একাধিকবার ঝগড়াও হয়েছে৷ এরপর শনিবার রাতে ঝগড়ার এক পর্যায়ে স্ত্রীকে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন হক মিয়া৷ খবর পেয়ে পুলিশ হক মিয়াকে গ্রেপ্তার করে৷”

তিনি আরও বলেন, ভোরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

এই ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে; হক মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।