মেহেরপুরে ‘জমির বিরোধে’ কৃষককে কুপিয়ে হত্যা

একদল লোক দেশি অস্ত্র দিয়ে আলেহিম ও তার চাচাকে কুপিয়ে জখম করে, ঘটনাস্থলে আলেহিম মারা যান।

মেহেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 April 2023, 11:54 AM
Updated : 28 April 2023, 11:54 AM

মেহেরপুরের গাংনীতে ‘জমি নিয়ে বিরোধে’ এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের এক চাচা।

শুক্রবার উপজেলার মটমুড়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মুকুলের ডিপের মাঠে এ ঘটনা ঘটে বলে গাংনী থানার ওসি মো. আব্দুর রাজ্জাক জানান।

নিহত ৪০ বছর বয়সি আলেহিম হোসেন ওই গ্রামের আব্দুল গনির ছেলে। তিনি কৃষি কাজের পাশাপাশি ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

আলেহিমের বড় বোন মোমেনা খাতুন বলেন, ১৬ কাঠা জমি নিয়ে প্রতিবেশী কয়েকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে আমাদের বিরোধ চলছিল। শুক্রবার সকালে চাচা খলিলুর রহমান মাঠে গেল সেখানে তার সঙ্গে দেখা করতে যান আলেহিম।

“এদিকে প্রতিপক্ষের লোকজন ও তাদের কয়েকজন সহযোগী বিরোধপূর্ণ জমি দখল করতে যান। দখলে বাধা দিলে তারা ধারালো অস্ত্র দিয়ে আলেহিম ও চাচা খলিলুর রহমানকে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই আলেহিম মারা যায়।”

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

মামলা দায়েরের প্রক্রিয়ার কথা জানিয়ে ওসি আব্দুর রাজ্জাক বলেন, ঘটনাস্থল থেকে দেশে তৈরি অস্ত্র উদ্ধার করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।