রংপুরে সাংবাদিকের নামে ডিজিটাল আইনের মামলা প্রত্যাহারের দাবি

বাদীর বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন সাংবাদিক নেতারা।

রংপুর প্রতিনিধিলালমনিরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 April 2023, 04:43 PM
Updated : 6 April 2023, 04:43 PM

রংপুরের এক সাংবাদিকসহ তিনজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন সাংবাদিকরা।

এ দাবিতে বৃহস্পতিবার রংপুর ও লালমনিরহাটে সাংবাদিকরা মানববন্ধন করেছেন।

সংবাদ প্রচারের জেরে মামলাটি করেন আওয়ামী লীগের রংপুর জেলার তাজহাট থানা সাধারণ সম্পাদক ও রংপুর সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাকারিয়া আলম শিপলু।

বুধবার ডিজিটাল নিরাপত্তা আইনে করা অভিযোগ আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন সাইবার ট্রাইব্যুনালের বিচারক আব্দুল মজিদ।

মামলার আসামিরা হলেন যমুনা টেলিভিশনের রংপুরের স্টাফ রিপোর্টার সরকার মাজহারুল মান্নান (৪৫), নূর মোহাম্মদ (৫৫) ও সাবেক কাউন্সিলর শাফিউল ইসলাম শাফি (৫০)।

রংপুর প্রেসক্লাব চত্বরে বেলা সোয়া ১১টায় অনুষ্ঠিত মানববন্ধনে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকরা অংশ নেন। 

রংপুর সাংবাদিক সমাজের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি মাহবুব রহমান হাবু। স্বাগত বক্তব্য দেন সাংবাদিক সরকার মাজহারুল মান্নান।

মানববন্ধনে বক্তব্য দেন প্রবীণ সাংবাদিক আব্দুস সাহেদ মন্টু, একুশে টেলিভিশনের রংপুর প্রতিনিধি লিয়াকত আলী বাদল, এনটিভির স্টাফ রিপোর্টার একেএম মঈনুল হক, সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবলু নাগ।

আরও বক্তব্য দেন রংপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি নজরুল ইসলাম রাজু, সাবেক সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন, চ্যানেল টুয়েন্টিফোরের রংপুর স্টাফ রিপোর্টার ফখরুল শাহীন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের রংপুর প্রতিনিধি আফতাবুজ্জামান হিরু, আনন্দ টিভির মাহফুজুল আলম প্রিন্স, রংপুর রিপোর্টার্স ইউনিটির জ্যেষ্ঠ সহ সভাপতি আবুল হোসেন বাবলু, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশেন রংপুরের সহ সভাপতি আসাদুজ্জামান আফজাল, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বেরোবিসাস) সভাপতি মাহমুদ জয়, পীরগঞ্জ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক আব্দুল করিম সরকার।

লালমনিরহাট

লালমনিরহাটের কালীগঞ্জে মানবন্ধন কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রেসক্লাব ও কালীগঞ্জ রিপোর্টাস ক্লাব।

এতে টেলিভিশন সাংবাদিক ফোরাম লালমনিরহাট ও মফস্বল সাংবাদিক ফোরামের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য দেন কালীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আমিরুল ইসলাম হেলাল, টেলিভিশন সাংবাদিক ফোরাম লালমনিরহাটের সভাপতি, যমুনা টেলিভিশন ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের লালমনিরহাট প্রতিনিধি আনিছুর রহমান লাডলা, টেলিভিশন ফোরামের সাধারণ সম্পাদক ও বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি তৌহিদুল ইসলাম লিটন।

আরও বক্তব্য দেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি খোরশেদ আলম সাগর, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সাজু, কালীগঞ্জ রিপোর্টাস ক্লাবের সহ সভাপতি নুর আলমগীর অনু, সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নিয়াজ আহমেদ শিপন, সাংগঠনিক সম্পাদক রাহেবুল ইসলাম টিটুল, দৈনিক বাংলা ও নিউজ বাংলার লালমনিরহাট প্রতিনিধি শাহজাহান আলী সাজু।