দ্রুত খবর পাওয়ায় বাসটিকে পুরোপুরি পুড়ে যাওয়া থেকে রক্ষা করা সম্ভব হয়েছে; কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
Published : 17 Nov 2023, 10:08 AM
কুমিল্লা নগরীতে ওয়ার্কশপের সামনে মেরামতের জন্য রাখা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার রাতে নগরীর ঢুলিপাড়া ভাঙা বিল্ডিং এলাকায় মান্নান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পাশে রাখা বাসে এ ঘটনা ঘটে বলে জানান কুমিল্লা ইপিজেড ফায়ার সার্ভিস স্টেশনে কর্মরত আশরাফুল ইসলাম।
আশরাফুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৯৯৯-এ কল এলে তাৎক্ষণিক ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দ্রুত খবর পাওয়ায় বাসটিকে পুরোপুরি আগুনে পুড়ে যাওয়া থেকে রক্ষা করা সম্ভব হয়েছে। কেউ হতাহত হয়নি।
“কে বা কারা আগুন লাগিয়েছে নাকি আগুন লেগেছে এ বিষয়ে এখনও জানি না।”
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে ঢুলিপাড়ায় বাসটিতে আগুন জ্বলতে দেখে ওয়ার্কশপের কর্মীরা জানালে মালিক জালাল উদ্দিন ৯৯৯-এ কল দেন।
ওয়ার্কশপের মালিক জালাল উদ্দিন বলেন, “আমাকে কল দিয়ে আগুনে খবর জানান কর্মীরা। আমি তাৎক্ষণিক ৯৯৯-এ কল দেই। পরে আমি নিজেই গাড়ি নিয়ে বাড়ির কাছের ফায়ার সার্ভিসের স্টেশনে চলে যাই।
“পরে ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। তবে কে বা কারা আগুন লাগিয়েছে তা জানি না।”
কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি আলমগীর ভূঁইয়া বলেন, “স্থানীয়রা বলছিলেন তিনটি মোটরসাইকেলে তিন আরোহী এসে প্রথমে বাসটির গ্লাস ভাঙে। পরে তারা পেট্রোল ঢেলে বাসে আগুন দিয়ে পালিয়ে যায়।”
তিনি আরও বলেন, বাসটি মেরামতের জন্য সাত দিন আগে থেকেই এখানে ছিল। সেটির মেরামত কাজও চলছিল।
রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলেও জানান ওসি।