ঘটনার পর বাসটি আটক করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
Published : 01 Nov 2023, 11:29 AM
বরিশাল নগরীতে রাস্তা পারাপারের সময় বাসের চাপায় এক পথচারী নিহত হয়েছে।
বুধবার সকালে বরিশাল-ঢাকা মহাসড়কের নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের গড়িয়াপাড় এলাকায় এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত মো. মানিক হাওলাদার (৫০) নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের চৌহুতপুর এলাকার ফজলে আলী হাওলাদারের ছেলে।
মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা সাকুরা পরিবহনের বাসটি সকাল ৯টার দিকে গড়িয়ার পাড় এলাকায় রাস্তা পার হওয়ার চেষ্টাকারী এক পথচারীকে চাপা দেয়।
“এতে ঘটনাস্থলেই পথচারীর মৃত্যু হয়েছে। ঘটনার পর বাসটি আটক করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন।”
তিনি আরও জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পরিবার অভিযোগ দিলে সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।