বিক্ষোভ মিছিল থেকে ফিলিস্তিনকে একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
Published : 20 Oct 2023, 11:30 PM
গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবারের সমাবেশ থেকে চলমান হামলা ও সহিংসতার জন্য ইসরাইলকে দায়ী করে অবিলম্বে এ আগ্রাসন বন্ধের দাবি জানানো হয়েছে।
সেইসঙ্গে অবিলম্বে ফিলিস্তিনকে একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান বিক্ষোভকারীরা।
ফরিদপুর: ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
জুমার নামাজ শেষে ফরিদপুর যুব উলামা কল্যাণ পরিষদের আয়োজনে শহরের জনতা ব্যাংকের মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।
সেখানে সমাবেশে মাওলানা শামসুল হকের সভাপতিত্বে মুফতি মুস্তাফিজুর রহমান, মুফতি আসাদুল্লাহ, মুফতি তানভীরুল ইসলাম ও মুফতি আবু নাসের বক্তব্য দেন।
ঝালকাঠি: ঝালকাঠিতে দোকান মালিক সমিতির উদ্যোগে স্থানীয় বায়তুল মোকারম মসজিদের সামনের সড়ক থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে প্রতিবাদ সমাবেশ করে।
সমাবেশ শেষে ফিলিস্তিনের অসহায় মানুষের জন্য দোয়া করেন ইমাম সমিতির সভাপতি ও বায়তুল মোকারম মসজিদের খতিব মাওলানা আব্দুল হাই নিজামী।
কুড়িগ্রাম: কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় জুমার নামাজের পর ‘সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের’ ব্যানারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি বাজার জামে মসজিদ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে আহলে সুন্নত ওয়াল জামায়াতের কুড়িগ্রাম জেলা শাখার তথ্য-প্রযুক্তি ও যোগাযোগ বিষয়ক সম্পাদক এস এম আশরাফুর রহমানের সভাপতিত্বে রাজারহাট বাজারের সোনালী ব্যাংক চত্বরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা মডেল মসজিদের খতিব ওমর ফরুক বিল্লাহ, রাজারহাট কেন্দ্রীয় মসজিদের খতিব রেজাউল করিম সাইফি, ছাত্র আঞ্জুমানে আল-বাইয়্যিনাত উপজেলা শাখার সভাপতি মাওলানা ক্বারি আহমদ তালুকদার ও সোহানুর রহমান শামীম বক্তব্য দেন।
শেষে স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের বিজয় ও যুদ্ধে নিহতদের শহিদি মর্যাদা কামনা করে দোয়া পরিচালনা করেন রাজারহাট ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক মো. মামুনুর রশিদ।
নওগাঁ: গাজায় ইসরায়েলের চলমান হামলা বন্ধের দাবিতে নওগাঁয় মানববন্ধনের আয়োজন করে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ।
শহরের নওজোয়ান মাঠের সামনে মানববন্ধনে নওগাঁ একুশে পরিষদের সভাপতি ডি এম আব্দুল বারী, সাধারণ সম্পাদক এম এম রাসেল, সহসাধারণ সম্পাদক মাকফুরুল হাসান দিপু ও সদস্য শুক্লা দাস বক্তব্য দেন।
বাগেরহাট: ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলায় নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতা কামনা করে বাগেরহাট জেলার বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার শহরের কেন্দ্রীয় পুরাতন কোর্ট জামে মসজিদে জুমার নামাজ শেষে ফিলিস্তিনির নিরীহ নাগরিকদের ওপর হামলা চালিয়ে শত শত মানুষকে হত্যার নিন্দা জানান ইজাজুল ইসলাম রাতুল।