“গুলিবিদ্ধ অবস্থায় রমজান নামের এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।”
Published : 05 Aug 2024, 07:59 PM
সাভারে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় অন্তত আরও পাঁচজন আহত হয়েছে।
আশুলিয়ার বাইপাইল এলাকায় সোমবার বেলা ১১টার দিকে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী।
নিহত ৪০ বছর বয়সী রমজান আলী আশুলিয়ার বাইপাইল এলাকায় মাছের আড়তের বিক্রেতা ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, বেলা ১১টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় কয়েক শতাধিক আন্দোলনকারী সড়ক অবরোধ করেন। এ সময় তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। দফায় দফায় সংঘর্ষ চলতে থাকে। আশুলিয়ার বাইপাইল এলাকা এ সময় রণক্ষেত্রে পরিনত হয়।
এক পর্যায়ে রমজান আলী গুলিবিদ্ধ হয়। পরে তাকে চিকিৎসার জন্য সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী বলেন, “গুলিবিদ্ধ অবস্থায় রমজান নামের এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। এছাড়া আহত আরও পাঁচজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।”
বিকালে সাভার ও আশুলিয়া থানার সামনে জড়ো হয়ে আন্দোলনকারীরা পুলিশকে অবরুদ্ধ করে রাখে। এছাড়া সাভারের বিভিন্ন স্থানে ছাত্রলীগ ও আওয়ামী লীগ অফিসে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। সন্ধ্যায় আশুলিয়া থানার রান্নাঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়।
এসব বিষয়ে জানতে সাভার ও আশুলিয়ায় দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি।