“সকালে বাকলাই এলাকা থেকে আমরা একজনের লাশ উদ্ধার করেছি।”
Published : 26 Jun 2024, 02:46 PM
বান্দরবানের রুমা উপজেলায় যৌথ বাহিনীর অভিযানের মধ্যে পাহাড়ের সশস্ত্র সংগঠন কেএনএফের এক সদস্যের মরদেহ উদ্ধারের তথ্য জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
বুধবার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে বাকলাই এলাকা থেকে আমরা একজনের লাশ উদ্ধার করেছি।”
নিহতের পরিচয় নিশ্চিত হতে না পারলেও পুলিশের এই কর্মকর্তা বলেন, তার বয়স ২৫ থেকে ৩৫ এর মধ্যে হবে।
বাকলাই রুমা উপজেলার বেশ প্রত্যন্ত অঞ্চল। এলাকাটিতে থানচি উপজেলা থেকে যোগাযোগ করা সহজ।
এদিকে জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমি বলেন, বুধবার সকাল থেকে থানচি উপজেলার সিংত্লাংপি এবং তাজিংডং পাহাড়ে যৌথ বাহিনীন চালাচ্ছে হচ্ছে। অভিযান শেষে অজ্ঞাতনামা এক লাশ পাওয়া গেছে।
অভিযানের সময় সেনাবিহনীর দুইজন পোর্টার মাইন বিস্ফোরণে আহত হয়েছেন বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।
অভিযান চলমান রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
আরও পড়ুন:
কেএনএফের ভয়ে এবার পাড়া ছাড়ল ৪৯ মারমা পরিবার
পুড়েছে বাগান, লুট হয়েছে ঘর; শঙ্কা মাথায় পাড়ায় ফিরছেন সেই পাহাড়িরা
পাহাড়ে সশস্ত্র দল; এই ‘বম পার্টি’ কারা?
বম পার্টির সঙ্গে নতুন জঙ্গি দলের ‘মাসিক চুক্তির’ খবর দিল র্যাব
নতুন জঙ্গি দল: পাহাড়ে অভিযান, তথ্য দিলে লাখ টাকা পুরস্কার
নতুন জঙ্গি দলের ‘পাহাড়ি যোগ’ পেয়েছে র্যাব
জঙ্গি আর পাহাড়ি দলের মিলে যাওয়ার বিপদ যেখানে
র্যাবের জালে নতুন জঙ্গি দল, কারা এরা?
বান্দরবানে ৮ হত্যাকাণ্ডের পর বাড়ি ছেড়েছে আরও প্রায় ৩০০ পাড়াবাসী