বৃহস্পতিবার বিকালে নাঙ্গলকোট মধ্য বাজারে এ হামলা হয় বলে জানিয়েছেন নাঙ্গলকোট থানার ওসি এ. কে ফজলুল হক।
Published : 21 Feb 2025, 01:26 AM
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় বিএনপির এক পক্ষের মিছিলে হামলার ঘটনা ঘটেছে।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোবাশ্বের আলম ভুঁইয়ার বিরুদ্ধে হত্যা মামলার প্রতিবাদে বের করা মিছিলে এই হামলা হয়। তাদের অভিযোগ- বিএনপির সাবেক সংসদ সদস্য গফুর ভুঁইয়ার লোকজন এ হামলা করেছে।
বৃহস্পতিবার বিকালে নাঙ্গলকোট মধ্য বাজারে এ হামলা হয় বলে জানিয়েছেন নাঙ্গলকোট থানার ওসি এ. কে ফজলুল হক।
নাঙ্গলকোট পৌরসভা বিএনপি সাবেক সভাপতি নূরুল আমিন জসিম বলেন, “স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যুকে হত্যায় রুপান্তর করে মোবাশ্বের আলম ভুঁইয়া ও নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে নাঙ্গলকোট বাজারে বিক্ষোভ মিছিল করি।
“শান্তিপূর্ণ মিছিলটি ব্যাংক চত্বরে আসলে চর্তুদিক থেকে হাতবোমা, ইটপাটকেল নিক্ষেপ, আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে হামলা শুরু হয়।”
আবদুল গফুর ভূঁইয়ার লোকজন এ হামলা করে অভিযোগ করে তিনি বলেন, “তাদের নিক্ষেপ করা ককটেল, গুলি ও দেশীয় অস্ত্রের আঘাতে আমাদের ১০ নেতাকর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর অবস্থায় আমার ছেলে ওমর সাদী ও উপজেলার বাইয়ারা গ্রামের ছাত্রদল নেতা নোমানকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
“আহত অন্যরা হলেন, পৌরসভা ছাত্রদল নেতা জিয়াউর রহমান, ঢালুয়া ইউনিয়ন ছাত্রদল নেতা আকরাম, ফারাবি, অন্যদের নাম এখনো জানতে পারিনি।”
তারা নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানান তিনি।
এ বিষয়ে মোবাশ্বের আলম ভুঁইয়া বলেন, “আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে সেটার প্রতিবাদ জানাতে এসেছিল নেতাকর্মীরা। এখন আমার নেতাকর্মীদের উপর আবার হামলা করেছে।
“আমার নেতাকর্মীদের মিছিলের উপর আকস্মিকভাবে উঁচু ভবনের উপর থেকে হাতবোমা-ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছে। বিএনপি কেন বিএনপির উপর হামলা করবে? এটাই আমার প্রশ্ন “
তবে অভিযোগ নাকচ করে সাবেক সংসদ সদস্য গফুর ভুঁইয়া বলেন, “বৃহস্পতিবার বিকালে আমি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জনসভায় ছিলাম। এর সঙ্গে আমার কোনো নেতাকর্মী জড়িত নয়। এমন হতে পারে হত্যা মামলার আসামির পক্ষ নিয়ে মিছিল করায় জনগণ ক্ষেপে গিয়েছে।”
নাঙ্গলকোট উপজেলা বিএনপির আহ্বায়ক নজির আহমেদ ভুঁইয়া বলেন, “৫ অগাস্টের পর অনেকেই বিএনপির রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠ হতে চেষ্টা করছে। তাতে আমাদের কোনো সমস্যা নেই।
“কিন্তু সেজন্য যে মারামারি করে তারা দলের ইমেজ সংকটে ফেলছে তা কোনোভাবেই কাম্য নয়। আমি স্থানীয় ঊর্ধ্বতন নেতৃবৃন্দের মাধ্যমে সেটি মহাসচিব বরাবর জানাব।”
নাঙ্গলকোট থানার ওসি এ.কে ফজলুল হক বলেন, “খবর শুনে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়েছি ও পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।”
এর আগে গত ১ ফেব্রুয়ারি মোবাশ্বের আলম পক্ষের হামলায় সেলিম ভুঁইয়া নামে এক স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যুর অভিযোগ ওঠে। এ ঘটনায় মোবাশ্বের আলম ভূঁইয়াসহ তার নেতাকর্মীদের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়।
এরই প্রতিবাদে বৃহস্পতিবার বিকালে নাঙ্গলকোটে প্রতিবাদ মিছিল বের করে মোবাশ্বের আলম গ্রুপ। সেখানেই হামলার ঘটনা ঘটে।
এর আগে ২৯ জানুয়ারি উপজেলা বিএনপির আহ্বায়ক নজির আহমেদ গ্রুপ এবং গফুর ভুঁইয়া গ্রুপের একই স্থানে সভা করা নিয়ে ১৪৪ ধারা জারি করা হয়।
পুরানো খবর
কুমিল্লায় স্বেচ্ছাসেবক দল নেতা নিহতের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩