মামলায় উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোবাশ্বের আলম ভূঁইয়াকে প্রধান আসামি করে ৩৯ জনকে আসামি করা হয়েছে।
Published : 03 Feb 2025, 12:44 AM
কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের নেতা নিহতের ঘটনায় মামলা ও তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার দুপুরে নিহতের বড় ভাই আব্দুর রহিম বাদী হয়ে হত্যা মামলা করেন বলে জানিয়েছেন নাঙ্গলকোট থানার ওসি এ কে ফজলুল হক।
মামলায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোবাশ্বের আলম ভূঁইয়াকে প্রধান আসামি করে ৩৯ জনকে আসামি করা হয়েছে।
শনিবার বিকালে নাঙ্গলকোট উপজেলায় বাংগড্ডা এলাকায় সংঘর্ষে নিহত হয়েছিলেন হেঁসাখাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি সেলিম ভূইয়া (৪৫)।
সেদিন বিকালে বাংগড্ডা এলাকায় নাঙ্গলকোট উপজেলা বিএনপির নেতা মোবাশ্বের আলম ভূঁইয়ার একটি সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
এর মধ্যে সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভূঁইয়া সমর্থিতরা একটি গাড়িবহর নিয়ে বাঙ্গড্ডা বাজার অতিক্রম করার সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে সেলিম ভূইয়া নিহত হন।
সেলিম বিএনপি নেতা আবদুল গফুর ভূঁইয়া গ্রুপের সমর্থক ছিলেন বলে জানা গেছে।
ওসি ফজলুল হক জানান, এ ঘটনায় তিনজন গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মৃত তাজু মেম্বারের ছেলে আফসার (২৮), কাশিপুর গ্রামের মফিজের ছেলে ফারুক (৪২) ও গোত্রশাল গ্রামের মোহাম্মদ আলীর ছেলে হেলাল উদ্দিন (২৪)।
রোববার তাদের আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
আগের খবর