ম্যুরালের তিন পাশে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির কিছু অংশ বড় হাতুড়ি বিকৃত করে দেওয়া হয়।
Published : 06 Feb 2025, 08:20 PM
ঢাকার সাভারের পৌর এলাকায় সড়কে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও আশুলিয়ায় আওয়ামী লীগের এক নেতার বাড়ি ভাঙচুর করেছে ছাত্র-জনতা।
বুধবার রাত সোয়া ১টার দিকে সাভার পৌরসভার মুক্তিরমোড় এলাকায় বিক্ষুব্ধ জনতা বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর শুরু করে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, ৫০ থেকে ৬০ জনের একটি দল বিভিন্ন স্লোগান দিতে দিতে সাভার থানা রোডের মুক্তির মোড়ে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালটি ভাঙচুর করে। এ সময় ম্যুরালের তিন পাশে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির কিছু অংশ বড় হাতুড়ি ও ধাতব বস্তু দিয়ে বিকৃত করে দেওয়া হয়।
যদিও ম্যুরালের মূল অবকাঠামো প্রায় অপরিবর্তিতই রয়েছে।
এর আগে গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্র-জনতা ম্যুরালটি ভাঙচুর করেছিল। পরে সাভারে ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত তিনজনের নামে ‘তিন শহীদ চত্বর’ নামে মুক্তির মোড়ের নতুন নামকরণ করে ব্যানার টানিয়ে দেওয়া হয়েছিল।
এদিকে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় রাত আনুমানিক আড়াইটার দিকে আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবরের বাড়িতে হামলা-ভাঙচুর করা হয়েছে।
শাহাব উদ্দিন মাদবরের স্ত্রী শিরিন আক্তার বলেন, “অর্ধশতাধিক লোকজন মুখে মাস্ক পরে দেশীয় অস্ত্র ও লাঠি সোটা নিয়ে গেটের নিরাপত্তাকর্মীদের সরিয়ে বাড়িতে প্রবেশ করে অফিস ভাঙচুর করে।
“পাশাপাশি বাড়ির জানালা, দরজার গ্লাস, চারটা প্রাইভেট কার ভাঙচুর ও একটি মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এ সময় তারা বাড়ির নিরাপত্তাকর্মী নুরুল আমিনকেও মারধর করে।”