মারিয়া খালের নেমে ডুব দিয়ে আর না উঠলে মাসুদ তাকে খোঁজার উদ্দেশে পানিতে নামে।
Published : 06 Jun 2024, 08:52 PM
শেরপুরের নকলা উপজেলায় খালের গোসল করতে নেমে ডুবে আপন ভাই-বোনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার গণপদ্দি ইউনিয়নের বিহারীপাড় গ্রামের এলাকায় এ ঘটনা ঘটে বলে নকলা থানার ওসি আব্দুল কাদের মিয়া জানান।
নিহতরা হলো- ওই গ্রামের মোতালেব মিয়ার ১২ বছরের মেয়ে মারিয়া এবং সাত বছরের ছেলে মাসুদ।
স্থানীয়দের বরাতে ওসি কাদের বলেন, দুপুরে মারিয়া তার মাকে বলে বাড়ির পাশের ঘোড়ামারা খালে গোসল করতে যায়। এ সময় ছোট ভাই মাসুদও মারিয়ার পেছন পেছন খালের পাড়ে যায়।
“পরে মারিয়া খালের নেমে ডুব দিয়ে আর না উঠলে মাসুদ তাকে খোঁজার উদ্দেশে পানিতে নামে। এতে দুইজনই ডুবে নিখোঁজ হয়।
“ঘটনাটি দূর থেকে আশপাশের লোকজন দেখে তাদের উদ্ধারে এগিয়ে আসেন। প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকাল চারটার দিকে ওই দুই ভাই-বোনের লাশ উদ্ধার করা হয়।”
ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।