“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টাকা ও পারিবারিক বিরোধের জেরে ওই ব্যক্তিকে হত্যা করা হয়েছে।”
Published : 28 Jan 2025, 03:49 PM
নরসিংদীর মাধবদী থানায় পারিবারিক কলহের জেরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার সকালে মাধবদী থানার ছোট গদাইরচর এলাকায় এই ঘটনা ঘটে বলে মাধবদী থানার এসআই জুয়েল রানা জানিয়েছেন।
নিহত আব্দুল গফুর (৮৫) ওই এলাকার বাসিন্দা।
নিহতের স্বজনরা জানায়, দীর্ঘদিন ধরেই গফুর মিয়ার এক ছেলে ও তিন মেয়েদের মধ্যে দোকান ভাড়ার টাকা এবং জমি ভাগাভাগি নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার ভাড়াটিয়াদের সঙ্গে লেনদেন নিয়ে পারিবারিক সিদ্ধান্ত নেওয়ার দিন ছিল।
সকালেই বাড়ির লোকজন গফুরকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ বলছে, বোনের অংশ থেকে বিতাড়িত করতে পরিকল্পিতভাবে গফুরকে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলে আব্দুর রহমানের বিরুদ্ধে। অপরদিকে আব্দুর রহমানও অভিযোগ করছেন বোনরাই তাকে বিপদগ্রস্ত করতে বাবাকে হত্যা করেছে।
এসআই জুয়েল রানা বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টাকা ও পারিবারিক বিরোধেরে জেরে ওই ব্যক্তিকে হত্যা করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে তদন্ত চলছে।”