অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জানান, এ অভিযান অব্যাহত থাকবে।
Published : 25 Jan 2024, 05:06 PM
ডিম ও সবজির দাম বেশি রাখায় হবিগঞ্জের বাহুবল উপজেলায় অভিযান চালিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে।
রোববার সন্ধ্যায় উপজেলার মিরপুর বাজারে অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি এবং ক্রয়-বিক্রয়ের রশিদ না থাকায় মেসার্স সততা ডিমের আড়তকে ২ হাজার টাকা, মেসার্স আইয়ুব আলী ডিমের আড়তকে ২ হাজার টাকা এবং সবজি বিক্রেতা শামছুল হককে দেড় হাজার টাকা জরিমানা করা হয়।
দেবানন্দ সিনহা জানান, এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানে পুলিশের একটি দল সহযোগিতা করেছে।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]