ফেনীতে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

যাবজ্জীবনের পাশাপাশি তাকে ১ লাখ টাকা জরিমানাও করেছেন বিচারক।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Nov 2022, 07:59 AM
Updated : 28 Nov 2022, 07:59 AM

ফেনীর সোনাগাজীতে বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ ওসমান হায়দার এ রায় ঘোষণা করেন বলে আদালতের রাষ্টপক্ষের আইনজীবী ফরিদ আহম্মদ হাজারী জানান।

দণ্ডিত ব্যক্তির নাম হানিফ ওরফে পলাশ। যাবজ্জীবনের পাশাপাশি বিচারক তাকে ১ লাখ টাকা জরিমানাও দিয়েছেন। অনাদায়ে তাকে আরও এক বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।

মামলার বিবরণে বলা হয়, ২০২০ সালের ২৪ জুলাই উপজেলার চর সোনাপুর এলাকায় বাকপ্রতিবন্ধী এক কিশোরী বাড়ির আঙ্গিনায় খেলা করছিল। এ সময় ঘরে কেউ না থাকায় পলাশ তাকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন।

পরে মেয়েটির চিৎকার শুনে বাড়ির লোকজন এগিয়ে গেলে পলাশ ঘরের পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। পরে পলাশের স্ত্রী ও শাশুড়িসহ বাড়ির লোকজন মেয়েটিকে উদ্ধার করে চিকিৎসা করায়।

এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে পলাশকে গ্রেপ্তার করা হলে তিনি আদালতে জবানবন্দিও দেন।

তদন্ত শেষে একই বছরের ১৪ সেপ্টেম্বর পুলিশ পলাশশের বিরুদ্ধে অভিযাগপত্র জমা দিলে এ মামলার বিচারকাজ শুরু করে আদালত।