“প্রত্যেকটা ট্রেন স্টেশনে আসছে ৩০-৪০ মিনিট দেরি করে। তারপরেও স্বস্তির খবর ট্রেন চলাচল শুরু হয়েছে, সেটা স্বাভাবিক থাকলে আমরা খুশি।”
Published : 29 Jan 2025, 10:09 AM
একদিনের কর্মবিরতির পর সারাদেশের মত ময়মনসিংহ থেকেও বিভিন্ন রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। এতে যাত্রীদের মাঝে স্বস্তি লক্ষ্য করা গেছে।
ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট নাজমুল হক খান বলেন, সকাল থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। এতে সাধারণ যাত্রীরা ভোগান্তি থেকে মুক্তি পেয়েছেন।
তিনি বলেন, এই অঞ্চলে ২৮ জোড়া ট্রেন চলাচল করে, এতে ময়মনসিংহ থেকে বিভিন্ন রুটে প্রায় ছয় হাজার যাত্রী যাতায়াত করেন।
তবে কিছুটা সিডিউল বিপর্যয় হলেও তা কাটিয়ে ওঠার চেষ্টা করছেন বলেও জানান তিনি।
সুপারিনটেনডেন্ট নাজমুল জানান, সকাল সাড়ে ৭টায় ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে গেছে চট্টগ্রামগামী ‘ময়মনসিংহ এক্সপ্রেস’, এরপর জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘জামালপুর কমিউটার’ ছেড়েছে, সকাল ৮টায় ভুয়াপুরের উদ্দেশ্য ছেড়ে গেছে ‘ময়মনসিংহ এক্সপ্রেস’, ৮টা ৪০ মিনিটে মোহনগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে গেছে ‘হাওর এক্সপ্রেস’।
গৌরীপুরের বাসিন্দা আব্দুল মজিদ বলেন, “গৌরীপুর যাওয়ার জন্য স্টেশনে এসে দেখি ট্রেন চলছে, এতে খুব ভালো লাগছে। যাতায়াতের নিরাপদ মাধ্যম ট্রেনকে আমরা রাজনীতির ঊর্ধ্বে রাখতে চাই।”
ঢাকাগামী আরেক যাত্রী শফিকুল ইসলাম বলেন, “ট্রেন চলাচল শুরু হলেও সিডিউল বিপর্যয় হচ্ছে। প্রত্যেকটা ট্রেন স্টেশনে আসছে ৩০-৪০ মিনিট দেরি করে। তারপরেও স্বস্তির খবর ট্রেন চলাচল শুরু হয়েছে, সেটা স্বাভাবিক থাকলে আমরা যাত্রীরা খুশি।”
মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিকের দাবি পূরণ না হওয়ায় সোমবার মধ্যরাত থেকে কর্মবিরতি শুরু করেন রানিং স্টাফরা। তাতে মঙ্গলবার সারাদিন সারা দেশে ট্রেন চলাচল বন্ধ থাকে। নজিরবিহীন এই পরিস্থিতিতে স্টেশনে এসে ভোগান্তিতে পড়তে হয় আগাম টিকেটের যাত্রীদের।
রেলকর্মীদের বুঝিয়ে কাজে ফেরাতে মঙ্গলবার দিনভর দফায় দফায় বৈঠক করেও সমঝোতার পথ বের করতে পারেননি রেলপথ মন্ত্রণালয়ের সচিব, রেলওয়ের ভারপ্রাপ্ত মহাপরিচালকসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা। রানিং স্টাফদের নেতা মজিবুর রহমানকে খুঁজে না পাওয়ায় বিষয়টি আটকে থাকে।
এই চেষ্টায় যুক্ত হন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাসও। কিন্তু তিনিও কোনো সমাধান দিতে পারেননি।
শেষ পর্যন্ত গভীর রাতে রাজধানীর মিন্টো রোডে যোগাযোগ ও রেল উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের বাসায় বৈঠকের পর চলমান কর্মবিরতি প্রত্যাহার করে ট্রেন চলাচল শুরুর ঘোষণা দেন বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মজিবুর রহমান।
এ বিষয়ে রেলওয়ে রানিং স্টাফ শ্রমিক কর্মচারী ইউনিয়ন ময়মনসিংহ কেওয়াটখালী শাখার অতিরিক্ত সম্পাদক মো. হানিফ বলেন, “কর্তৃপক্ষের আশ্বাসের পাশাপাশি সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি মাথায় নিয়ে কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। আশা করছি অচিরেই আমাদের ন্যায্য অধিকার মাইলেজ পুনর্বহাল হবে।”
আরও পড়ুন
কর্মবিরতি প্রত্যাহার: ৩০ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
রেল যোগাযোগহীন নজিরবিহীন দুর্ভোগের একদিন
ময়মনসিংহে যাত্রীভর্তি ট্রেন রেখে পালিয়েছে চালক, অবরুদ্ধ স্টেশন সুপার
রেল কর্তৃপক্ষ আগে ব্যবস্থা নেয়নি কেন? ক্ষোভ যাত্রীদের