নারায়ণগঞ্জ শহরের নবাব সলিমুল্লাহ সড়কে দলের কর্মী-সম্মেলনে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান এ কথা বলেন।
Published : 21 Jan 2025, 10:57 PM
অন্তর্বর্তী সরকার ও কিছু ছাত্রনেতা জুলাই-আগস্টের শিক্ষার্থী-জনতার গণঅভ্যুত্থানের ‘চেতনাকে নষ্ট করে দিচ্ছে’ বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান।
তিনি বলেছেন, “মানুষের রক্তের বিনিময়ে চব্বিশের যে স্বাধীনতা অর্জিত হয়েছে, সেই স্বাধীনতার চেতনাকে এই (অন্তর্বর্তী) সরকার এবং সরকারকে পরিচালনাকারী কিছু ছাত্রনেতা সেই চেতনাকে নষ্ট করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে।
“মানুষের চেতনা কিন্তু সহজে তৈরি হয় না, কিন্তু নষ্ট খুব সহজে করা যায়। মানুষ তার বাকস্বাধীনতা, কাজের নিশ্চয়তা ও ভোটের অধিকার চায়।”
মঙ্গলবার বিকালে নারায়ণগঞ্জ শহরের নবাব সলিমুল্লাহ সড়কে মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মী-সম্মেলনে তিনি এসব কথা বলেন।
অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে রাজীব আহসান বলেন, “আজকে সরকারের সমালোচনা করতে হয়। কিন্তু আমরা সরকারের বিরুদ্ধে না। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, এই সরকারকে সফল করতে সর্বাত্মক সহযোগিতা করব এবং আমরা তা করে যাচ্ছি। কিন্তু উনারা ভুল করছেন। আমরা যখন সেই ভুল নিয়ে বলার চেষ্টা করছি, তখন উনারা আমাদেরকে শত্রু মনে করছেন।
“মানুষের যখন ভালো সময় আসে তখন অনেক বন্ধু তৈরি হয়। সরকার ও সরকারের সমর্থকের এখন অনেক বন্ধু আছে। কিন্তু অনেক বন্ধুরা তাদের ভুল পথে পরিচালিত করছে।”
মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানার সভাপতিত্ব এবং সদস্যসচিব মমিনুর রহমান বাবুর সঞ্চালনায় মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মাসুম রাসেল বক্তব্য দেন।