চতুর্থ দফায় বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রথম দিন রাজশাহীতে ঝটিকা মিছিল থেকে হাত বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। এ সময় ছয়জনকে আটক করেছে পুলিশ।
রোববার সকাল পৌনে ৭টার দিকে নগরীর সিটিহাট এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন রাজপাড়া থানার ওসি রফিকুল হক।
পুলিশের ভাষ্য, আটক ছয়জন জামায়াত-শিবিরের নেতাকর্মী; তবে প্রাথমিকভাবে তাদের দলের পদবির বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
আটকরা হলেন- নগরীর দামকুড়া থানার চর মাঝারদিয়াড় এলাকার আবদুল আউয়াল, নগরের বখতিয়ারাবাদ জামে মসজিদের পেশ ইমাম ও কালীনগর এলাকার আবু বক্কর সিদ্দিক, বখতিয়ারাবাদ এলাকার আরিফ চৌধুরী, পবা উপজেলার ধর্মহাটা এলাকার আনান হোসেন, নগরীর মথরডাঙা এলাকার রবিন ইসলাম ও বখতিয়ারাবাদ এলাকার আবদুল আলিম।
ওসি রফিকুল হক বলেন, অবরোধের সমর্থনে সকালে সিটিহাট এলাকার পাশে জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা মিছিল বের করেন। এ সময় সেখানে হাত বোমার বিস্ফোরণ ঘটায় অবরোধকারীরা।
পরে ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করা হয়েছে; এছাড়া একটি বিস্ফোরিত হাত বোমার খোসা উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি রফিকুল।