আহতদের মধ্যে গুরুতর চারজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Published : 07 Jan 2025, 12:24 AM
হবিগঞ্জ সদর উপজেলার একটি বিলে মাছ ধরা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন।
সোমবার বিকাল ৫টার দিকে উপজেলার জয়নগর গ্রামের বেরি বিলে এ ঘটনা ঘটে বলে জানান হবিগঞ্জ সদর মডেল থানার ওসি আলমগীর কবির।
আহতদের মধ্যে জয়নগর গ্রামের জলিল মিয়া, বাছির মিয়া, নাজমুল এবং জব্বার আলীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার রিচি গ্রামের জসিম ও তার লোকজন পাশের গ্রামের বেরি বিল থেকে মাছ ধরার জন্য বাঁধ কেটে দেন। এতে জয়নগর গ্রামের মানিক মিয়ার ছেলে নাজমুল মিয়া বাধা দেন। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়।
এক পর্যায়ে নামজুলের ওপর হামলা করেন জসিমের লোকজন। পরে রিচি গ্রামের লোকজন বন্দুক ও দেশি অস্ত্র নিয়ে জয়নগর গ্রামে হামলা চালায়। এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক লোকজন আহত হন।
খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আহতদের সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে গুরুতর চারজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা সেখানে চিকিৎসাধীন।
আবারও সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি আলমগীর কবির।