পুলিশ জানায়, সুরতহালে নিহতের শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখমের চিহ্ন পাওয়া গেছে।
Published : 10 Feb 2025, 07:51 PM
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের করাতকান্দি গ্রাম থেকে গৃহবধূর লাশ উদ্ধার করা হয় বলে কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) সোলাইমান হোসেন জানান।
নিহত সাথী খাতুন (২২) ওই গ্রামের মো. সীমান্তের (৩০) স্ত্রী। সাথী ওই ইউনিয়নের মালিয়াট গ্রামের বাসিন্দা মনছুর শেখের মেয়ে।
স্বজনদের অভিযোগ, দাম্পত্য কলহের জেরে সাথী খাতুনকে তার স্বামী রাতভর মারধর করেন এবং শরীরের বিভিন্ন স্থানে ব্লেড দিয়ে কেটে হত্যার পর গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন।
এ ঘটনার পর থেকেই সীমান্ত ও তার বাড়ির লোকজন পালিয়ে গেছেন।
সাথীর বড় ভাই সবুজ বলেন, “এক নারীর সঙ্গে সীমান্তের সম্পর্কের জেরেই অনেকদিন ধরে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলে আসছিল। গত সপ্তাহে ৯০ হাজার টাকাও দিছি মিটমাটের জন্য। তবু সীমান্তের স্বভাবের কোনো পরিবর্তন হয়নি। আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই।”
কুমারখালী থানার এসআই বিপ্লব বিশ্বাস বলেন, “সুরতহালে নিহতের শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখমের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”
পরিদর্শক (তদন্ত) সোলাইমান বলেন, এ ঘটনায় এখনও থানায় মামলা হয়নি। এ ছাড়া পুলিশ এখনও কাউকে আটক করতে পারেনি।