“এ ঘটনায় সঙ্গে কারা জড়িত এবং কেনো এমন ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে।”
Published : 09 Apr 2025, 03:11 PM
কক্সবাজারের মহেশখালী উপজেলায় বাড়িতে ঢুকে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে।
মহেশখালী থানার ওসি কাইছার হামিদ বলেন, মঙ্গলবার মধ্যরাত সাড়ে ৩টায় উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহ ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবুল হোসেন (৫৫) ওই এলাকার বাসিন্দা।
ওসি কাইছার আরও বলেন, “এ ঘটনায় সঙ্গে কারা জড়িত এবং কেনো এমন ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে।”
নিহত আবুল হোসেনের ভাই মোহাম্মদ হোসেন বলেন, “জমির বিরোধ থেকে প্রতিপক্ষ হোসেন বহদ্দার, সোলেমান, লোকমান, ফরিদুল আলম, মঞ্জুর আলমের সঙ্গবদ্ধ দল বাড়িতে ঢুকে ভাইকে গুলি করে।
“আহত অবস্থায় তাকে বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ”
এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবি করেন তিনি।