লালমনিরহাটে রাতে কোনো এক সময় ওই নারী পুকুরে পড়ে গিয়ে তলিয়ে যান বলে ধারণা পরিবারের।
Published : 19 Dec 2023, 05:26 PM
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বেজগ্রাম এলাকার একটি পুকুরে ওই নারীর মরদেহ ভেসে ওঠে বলে জানিয়েছেন হাতীবান্ধা থানার ওসি সাইফুল ইসলাম।
নিহত ৪০ বছর বয়সি হাজেরা বেগম ওই এলাকায় প্রয়াত আব্দুর রাজ্জাকের স্ত্রী।
নিহতের পরিবারের বরাতে টংভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম হোসেন বলেন, “হাজেরা বেশ কিছু ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। দুই দিন আগে রাতে তিনি নিখোঁজ হন।
“দুপুরে বাড়ির পাশে পুকুরে হাজেরার মরদেহ ভেসে ওঠে। ধারণা করা হচ্ছে ঘটনার দিন রাতে কোনো এক সময় পুকুরে পড়ে গিয়ে তিনি তলিয়ে যান।”
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি সাইফুল।