অতিরিক্ত জেলা প্রশাসক ও তার গাড়ির চালক অক্ষত রয়েছেন।
Published : 06 Jan 2024, 01:20 PM
নির্বাচনি দ্বায়িত্ব পালনে যাওয়ার পথে খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসকের গাড়িতে ইট-পাটকেল ছোড়া হয়েছে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।
শনিবার বেলা ১১টার দিকে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের সুপারি বাগান এলাকায় এডিসি মো. জোনায়েদ কবির সোহাগের গাড়িতে এ ঘটনা ঘটে বলে দীঘিনালা উপজেলা নির্বাহী র্কমর্কতা (ইউএনও) মো. মামুনুর রশিদ জানান।
ইউএনও রশিদ বলেন, “সোহাগের গাড়ির ওপর ইট-পাটকেল মারলে কাঁচের গ্লাস ভেঙে যায়। তবে সোহাগ ও তার গাড়ির চালক অক্ষত রয়েছেন।”
খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেন, “নির্বাচনি কাজে এডিসি দীঘিনালা যাওয়ার সময় তার গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। তবে এতে কেউ আহত হয়নি।”