ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহ হয়ে জামালপুরগামী আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস ট্রেনটি দুই ঘণ্টা আটকে রাখেন তারা।
Published : 05 Jul 2024, 02:01 AM
সরকারি চাকরিতে কোটা বিরোধী আন্দোলনে দ্বিতীয় দিনের মত রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে জব্বারের মোড়ে রেলপথ অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহ হয়ে জামালপুরগামী আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস ট্রেনটি দুই ঘণ্টা আটকে রাখেন তারা।
এর আগে বুধবারও একই দাবিতে ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল বের শেষে রেলপথ অররোধ করে নেত্রকোণার মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনটি প্রায় এক ঘণ্টা আটকে রাখেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, কোটা পদ্ধতি বাতিল না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলছে-চলবে।
শিক্ষার্থী তাইমুল হক বলেন, “আমি মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য। কোটাবিরোধী আন্দোলনে আমি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছি। আমি নিজেও চাই না কোটার দোহাই দিয়ে কেউ চাকরিতে আসুক। মুক্তিযুদ্ধের এত বছর পরেও কেন কোটা থাকবে। সেটা অবশ্যই সরকারকে বাতিল করতে হবে না হয় আন্দোলন চলবেই।”
আরেক শিক্ষার্থী ইরান মিয়া বলেন, “আমরা দ্বিতীয় দিনের মত ট্রেন অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছি। কারণ আদালত আমাদের বিষয়টি হেয়ালিপনা স্বরূপ দেখছে।
“আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত না পূরণ হবে ততক্ষণ আন্দোলন চালিয়ে যাওয়া হবে। তবে সাধারণ মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে দুই ঘণ্টা ট্রেন অবরোধ রেখে ছেড়ে দেওয়া হয়েছে।”
এদিকে শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করায় বেশ কয়েকটি স্টেশনে ট্রেন আটকে থাকায় চরম ভোগান্তিতে পড়েন রেলযাত্রীরা।
আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস ট্রেনের যাত্রী সাইদুল হক বলেন, “শিক্ষার্থীদের আন্দোলনের কারণে সঠিক সময়ে গন্তব্যে পৌঁছা অনেকটাই দুষ্কর হয়ে পড়েছে। সাধারণ যাত্রী হিসেবে আমাদের কেন এত ভোগান্তি পোহাতে হবে। আমার মনে হয় সরকারের শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়াই সঠিক সিদ্ধান্ত হবে।”
ময়মনসিংহ রেলওয়ে থানার এসআই দীপক পাল বলেন, বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড়ে দুপুর ১টা ১০মিনিটের দিকে শিক্ষার্থীরা জামালপুর এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি আটকে বিক্ষোভ করেন। পরে ৩টা ১০ মিনিটের দিকে বিক্ষোভ তুলে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
পুরানো খবর:
কোটা বাতিলের দাবিতে ময়মনসিংহে রেলপথ অবরোধ
কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে মহাসড়ক অবরোধ রাবি শিক্ষার্থীদের
মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের রায় আপাতত বহা
কোটার রায় বহাল: জাবি শিক্ষার্থীদের ৩০ মিনিট ঢাকা-আরিচা মহাসড়ক অবর
কোটা বাতিলের দাবিতে কুমিল্লা বিদ্যালয়ের শিক্ষার্থীদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, তীব্র যানজট